পিরোজপুরের নেছারাবাদে ২৪৭ কেজি ২০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করেছেন যৌথবাহিনী। নেছারাবাদ থানার উপপরিদর্শক এসআই মোঃ পনির খান জানান শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সোহাগদল গ্রামের ৭ নং ওয়ার্ড থেকে একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।একই রাত বারোটার দিকে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই দুই ব্যক্তি ব্যক্তিসহ ৯৯ কেজি হরিণের মাংস আরো উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯ কেজি ২০০ গ্রাম ও সোহাগদলের গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে নেচারাবাদ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হারুন মোল্লা (৫৫), পিতা: মৃত- মহিবুল হক মোল্লা, গহরপুর, পাথরঘাটা, বরগুনা এবং মোঃ আবু কালাম (৫০), পিতা- আশরাফ আলী শিকদার, গ্রাম তাপালবাড়ি, মঠবাড়িয়া, পিরোজপুর।
সরেজমিনে জানা যায়, করফা বাজার সংলগ্ন এলাকায় রাত আড়াইটার দিকে গ্রামবাসীরা প্রতিদিনের ন্যায় পাহেরা দেওয়া অবস্থায় একটি মাছের ট্রলার ঢুকতে দেখে ডাকাত সন্দেহে চিৎকার দেয়। তাৎক্ষণিক ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা দু'জনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হাতে দু'জনকে হস্তান্তর করে গ্রামবাসীরা।
এবিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এইচএম শাহিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাছ ধরা ট্রলারে হরিণের মাংস সহ দু'জনকে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।