শুক্রবার তেরখাদায় নিহত মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য বিএনপি নেতা মোঃ ফারুক মীর এর দাফন সম্পন্ন হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অনুমান বিকেল ৫টার সময় কোলা বাজার ব্রীজ সংলগ্নে পূর্ব শত্রুতার জের ধরে মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফারুক মীর কে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে তাৎক্ষনিকভাবে খুলনা মেডিকেল কেেলজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ফারুক মীরের লাশ ময়না তদন্তের পর শুক্রবার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসর বাদ মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপি আহ্বায়ক এ্যাড শফিকুল ইসলাম মনা, জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, তেরখাদা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, উপজেলা বিএনপির বর্তমান আহববায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফএম হাবিবুর রহমান, তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা বিল্লাল হোসেন, মাহাবুর রহমান, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আঃ মান্নান, শরিফ নাইমুল হক, এ্যাড. শহিদুল, ফিরোজ শেখ, মিল্টন মুন্সি, নবগঠিত তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হাকিম, আবদুল হক শিকদার, শহিদুল্লাহ বিশ্বাস,রাজু চৌধুরী, সোহেল শেখ, আসাব ফকির, কামাল লস্কার প্রমুখ।
নিহতের ঘটনায় প্রতিপক্ষের ৫/৬টি বাড়িতে ভাংচুর ও অগ্নী সংযোগের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং কেউকে গ্রেপ্তার ও করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে।
মরহুমের জানাজা শেষে তাকে কোলা পাটগাতী কবরস্থানে সমাহিত করা হয়।