বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুতে বরগুনা জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শুক্রবার আসর নামাজবাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা।
জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের মহিউদ্দিন বাচ্চু, সবুজ আলম, তালতলী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি দলের সভাপতি মোহাম্মদ বাচ্চু মোল্লা, আমতলী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির তালুকদার, বরগুনা পৌর মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম লিটন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব সুদক্ষ সংগঠক ছিলেন। দলকে সুসংগঠিত করতে তিনি আজীবন কাজ করেছেন।
সভায় অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে মৎস্যজীবী দলসহ সবাইকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধার আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাবের রুহের মাগফিরাত কামনা সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।