রংপুরের পীরগাছায় নটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে উত্তেজনা বিরাজ করছে। এক দিকে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এবং অন্যদিকে প্রধান শিক্ষকের লোকজন অবস্থান নেওয়ায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। গত বুধবার প্রধান শিক্ষকের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত চলাকালে উপজেলা চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একই বিষয় নিয়ে বার বার তদন্ত হওয়া সত্ত্বেও প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি গুরুতর হয়ে উঠছে।
জানা গেছে, উপজেলার নটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির যোগদানের পর থেকে নানা অনিয়ম করে আসছেন। তিনি নিজের আত্মীয়-স্বজনদের ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে পারিবারিক স্কুলে পরিণত করেছেন। তিনি স্কুলের অন্য শিক্ষকদের ভয়ভীতি দেখান এবং নানা অযুহাতে তাদের নিকট টাকা গ্রহন করেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা গত ২৮ আগস্ট স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ এবং গত বুধবার উপজেলা চত্ত্বরে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক তদন্ত চলাকালে কৃষি শিক্ষক সুব্রত রায় নামে একজন শিক্ষক বলেন, তিনি শারিরিক ভাবে অসুস্থ থাকার কারণে প্রধান শিক্ষকের নিকট দুই মাসের ছুটি নিয়ে ভারতে গেলেও তার বিপরীতে অতিরিক্তি শিক্ষক দিতে হয়েছে। এজন্য প্রধান শিক্ষককে মোটা অংকের টাকা দিতে হয়েছে।
ইংরেজি বিষয়ে শিক্ষক মশিউর রহমান বলেন, প্রধান শিক্ষক আমাদের উচ্চতর বেতন স্কেল পাওয়ার জন্য শিক্ষক প্রতি ১৫ হাজার টাকা করে এবং বিদ্যালয়ের কম্পিউটার কেনার জন্য ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি কম্পিউটারও কেনেন নি এবং আমাদের বেতন স্কেলের কোন কাজ করেননি। এসব নিয়ে কথা বললে প্রধান শিক্ষক হুমকি দেন, ‘আমি প্রধান শিক্ষক হয়েছি কি এমনি, মানুষ কেটে জোড়া দিতে পারি’! কেউ কোন কথা বলবে না।
এছাড়াও তিনি উচ্চ মাধ্যমিকের এমপিও না হলেও অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হানিয়ে নেন।
এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটি প্রভাবশালী পক্ষ ইন্ধন দিয়ে শিক্ষক ও ছাত্রদের দিয়ে এসব করাচ্ছে। সব অভিযোগ মিথ্যা।
প্রাথমিক তদন্তকালে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হবে। সন্তোষ জনক জবাব না হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সব কিছু আইনগত দিক বিবেচনা করে করতে হবে।