বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উদ্যোগে শুক্রবার বিকেলে পাঁচবাগ মোড়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা আরফান আলী।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা এস. এম ইউসুফ। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদেরকে নিতে হবে। গোটা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে। সমাজের নেতৃত্ব আজ আমাদেরকে নিতে হবে। ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে কাছে টেনে নিতে হবে।
সংগ্রাম প্রতিনিধি মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা ও ইউনিয়ন শাখার জামায়াতের নেতৃবৃন্দ।