আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জামায়াতের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুস সবুর, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। উপজেলা সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তজা, সহকারি সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আবদুল বারী, মাওলানা শাহ ওহিদুজ্জামান শাহিন, বাইতুল মাল সেক্রেটার মাওলানা আনোয়ারুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডাক্তার রোহনুজ্জামান প্রমুখ। সম্মেলনে রোকনদের মান উন্নয়ন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, নফল ইবাদাত, সমাজসেবা মূলক কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।