কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী আহসানুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকালে এই বিক্ষোভ মিছিল নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয় থেকে বের হয়ে নাগেশ্বরী কলেজমোড়ে এসে শেষ হয়। এ সময় মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এদিকে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় জড়িত থাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক নূর জামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে প্রাথমিকভাবে সদস্যপদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।