বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অন্যান্যরা। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কুশলাদি বিনিময়ের পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপিত রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বাত্মকভাবে পাশে রয়েছে। বর্তমানে এবং আগামীতেও প্রতিটি শহীদের পাশে বিএনপি কিভাবে থাকবে, ছাত্রদল তার একটি যোগসুত্র করে দিচ্ছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, প্রতিটি হত্যাকান্ডের বিচার করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের পাশে থাকবে ছাত্রদল। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে নেমেছিলো এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে। শিক্ষাঙ্গনে ছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রাজত্ব করেছে, ধর্ষণ, লুন্ঠন, বিভিন্ন অপরাধসহ বর্বরতা চালিয়েছে, সেদিকে লক্ষ্য করেই সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমুহে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছে। ছাত্রদল অপরাজনীতি করেনা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, খুনি হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর দ্বারা হত্যাকান্ডের শিকার হয়েছে আবু সাঈদ। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদের যে আত্মত্যাগ, তা দেশ ও দেশের মানুষের জন্য। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আবু সাঈদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর ভাবে মনে রাখবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলাদেশের ছাত্রজনতার গণঅভ্যূত্থানের যে স্পীড,সেই স্পীডকে গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু, সদস্য সচিব সুলতান আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, যুবদলের সদস্য সচিব আবদুস সালামসহ আরো অনেকে।