রাজশাহীর বাঘায় খাদ্য গুদামের ডাবলু হোসেন নামের এক পরিচ্ছন্ন কর্মীকে কারণ ছাড়াই ২৬ আগস্ট চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্নস্থানে অভিযোগ দিয়েও চাকরি ফিরে না পেয়ে পরিবার নিয়ে মানবতার জীবন যাবন করছে।
জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল বাঘা উপজেলা বাস টার্মিনাল এলাকায় সরকারি খাদ্য গোডাউন হইতে আবদুল হালিম নামের এক পরিচ্ছন্ন কর্মী অবৈধভাবে সরকারি চাল কালোবাজারি মাধ্যমে বিক্রি করার জন্য পাশ্ববর্তী চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারের “বিলাল খাদ্য ভান্ডারে’’ মজুত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ অভিযান চালিয়ে ২১ টন ২০০ কেজি চাল জব্দ করে। ওই সময় আবদুল হালিমের নামে মামলা হয়। এ মামলায় আবদুল হালিম জামিনে এসে কোন কারণ ছাড়াই ডাবলু হোসেনকে সরিয়ে দিয়ে কাজে যোগদান করে। এ নিয়ে ডাবলু হোসেন বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে কোন সুরহা পাঁচ্ছেনা।
এ বিষয়ে আবদুল হালিম বলেন, ২০ বছর ধরে উপজেলা খাদ্য গুদামে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলাম। কৌশলে আমার নামে মামলা করা হয়। এ মামলায় জামিনে এসে পূনরায় কাজে যোগদান করেছি।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) জবিউর রহমান বলেন, মামলার কারণে আবদুল হালিমের কাজ বন্ধ ছিল। একটি মামলায় জামিনে এসে পূনরায় কাজ শুরু করেছে।
উপজেলা খাদ্য পরিদর্শক ইয়াছিন আলী বলেন, কাউকে খাদ্য গুদামের পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ বা মাস্টার রোলে নিয়োগ নেই। দিন হাজিরা হিসেবে কাজ করে মূজরি নেয়।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উপজেলা খাদ্য পরিদর্শককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।