ভোলার দৌলতখান উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন দেলু মিয়ার জানাজা শুক্রবার সকাল দশটায় সম্পন্ন হয়েছে। উপজেলার চরশুভি গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরশুভি মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতার পর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক শশী, স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম দেলোয়ার হোসেন দেলু মিয়া ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এফ কে এম ইব্রাহিম চেয়ারম্যানের ছোট ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন। জানাজা শেষে তাকে সুলতান উদ্দিন হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশ : বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন দেলু মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা-- ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।