দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পরিচিত মোঃ জহুরুল ইসলাম কে নড়াইলের লোহাগড়া উপজেলায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউএনও কে বদলী করা হচ্ছে এমন খবরে শুক্রবার বেলা ১১টায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের আয়োজনে ও অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর ২ এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন তিনি।
জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়াতে বহাল রাখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বর্তমান সরকারের কাছে তাদের দাবি একটাই” জনস্বার্থে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার পদে চৌকস অফিসার মোঃ জহুরুল ইসলাম কে বহাল রাখতে হবে। এর আগে তারা শহরে মিছিল বের করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, সমাজসেবক শ,ম লুৎফর রহমান, পৌর কাউন্সিলর মোঃ মিলু শরীফ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান, নারী নেত্রী সালেহা বেগম, সমাজসেবক মোঃ আবদুস সবুর, মোঃ মসিয়ার রহমান সান্টু, মোঃ আহাদুজ্জামান বাটু, সাইফুল্লাহ মামুন, সৈয়দ আহাদুল ইসলাম, সোহেল রানা লাক্সমী প্রমুখ।
বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বলেন, মোঃ জহুরুল ইসলাম লোহাগড়ায় যোগদানের পর থেকেই প্রতিটি সরকারি অফিসে শৃংখলা ফিরতে শুরু করে। বেসরকারি প্রতিষ্ঠানেও তাঁর পদচারনা ছিলো প্রশংসনীয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা প্রদর্শণ করা ছিল তাঁর অনন্য গুণ। সরকারি কর্মকর্তা বা সাধারণ মানুষের সাথে সদালাপ, আলাপচারিতা বা এলাকার উন্নয়নসহ আইনশৃঙ্খলা নিয়ে সকলের মতামত নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার মতোন অসাধারণ গুণ মোঃ জহুরুল ইসলাম এর মাঝে বিদ্যমান। তাই লোহাগড়া উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি বেশ সন্তোষজনক ছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ইউএনও ছুঁটে গিয়েছেন হাসপাতালে, ফেনীসহ বিভিন্ন জেলার বন্যার্তদের জন্য নিজ অর্থায়নে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এলাকার অসহায়, দুঃস্থ্যদের জন্য সর্বদা বাড়িয়ে দিতেন সাহায্যের হাত। শিক্ষক মহল, শিক্ষার্থীসহ স্থানীয় বিএনপি ও বেশিরভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়া উপজেলায় রাখতে চান। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছে লোহাগড়াবাসী।
লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি বলেন, নিরহংকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। সকল পর্যায়ের মানুষের সাথে তিনি এত ভালো আলাপ ব্যবহার করে থাকেন যে, তাঁর ব্যবহারে অসম্ভব দক্ষতা, বিচক্ষণতা, নম্রতা, ভদ্রতা প্রকাশ পায়। লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নম্রতা, কাজের প্রতি আগ্রহ রয়েছে যার মধ্যে তাঁকেই এলাকার জন্য বড় প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়ার আপামর জনসাধারনের জন্য প্রয়োজন। এমন ভালো অফিসারের বদলী হলে লোহাগড়ার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি,এম নজরুল ইসলাম বলেন, একজন সৎ অফিসার মোঃ জহুরুল ইসলাম। তাঁকে দিয়েই লোহাগড়ার উন্নয়ন ও শৃংখলা ধরে রাখা সম্ভব। বদলীর খবর শুনে হতাশ হলাম। তিনি একজন ভালো মানুষ।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান বলেন, খুব অল্প সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম সকল শ্রেণির মানুষের কাছে তাঁর সদালাপী ব্যবহারের মাধ্যমে প্রিয় মানুষে পরিণত হয়েছেন। তিনি অত্যন্ত সৎ ও শিক্ষা বান্ধব অফিসার। লোহাগড়ার মানুষের জন্য বড় প্রয়োজন। লোহাগড়া উপজেলা কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হামিদ, সাবেক সহকারী কমান্ডার(দপ্তর) বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাসেম এ বিষয়ে বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম একজন সাদা মনের মানুষ। সকল বীর মুক্তিযোদ্ধাদের তিনি অসম্ভব সম্মান জানাতেন। তাঁর কাজে রয়েছে স্বচ্ছতা। তবে তাঁর বদলীর খবর শুনে কষ্ট পেলাম। এমন ভালো অফিসার লোহাগড়ার মানুষের জন্য আশির্বাদ। বর্তমান সরকারের কাছে দাবি মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়া উপজেলায় বহাল রাখা হোক।