মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানায় অবৈধভাবে বাজার বসিয়ে বৈধ বাজার কমিটির লোকজনদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যশদিয়া-কবুতরখোলা বাজার কমিটি ও ব্যবসায়ীরা।
শুক্রবার সকাল ১১টায় পদ্মাসেতুর উত্তর থানার মেদেনী মন্ডল ইউনিয়নের যশদিয়া-কবুতরখোলা বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে যশদিয়া-কবুতরখোলা বাজার কমিটির সদস্য সচিব জিএম মিঠু বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একদল স্বার্থানেষী মহল যারা হাসিনা সরকারের আমলে সুবিধা নিত তারা রাতারাতি দল পরিবর্তন করে তারা সন্ত্রাসী কায়দায় শান্তিপ্রিয় মানুষের উপর হামলা ও লুট শুরু করে। ইতোমধ্যে তারা সরকার অনুমোদিত ইজারাকৃত প্রতিষ্ঠিত হাজারো মানুষের কর্মসংস্থানের যশদিয়া-কবুতরখোলা বাজারে পাশে শিমুলতলা অটোস্ট্যান্ডে অবৈধভাবে একটি বাজার বসায়। এতে সরকার অনুমোদিত যশদিয়া-কবুতরখোলা বাজারের প্রায় তিন-শতাধিক দোকানদার ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবৈধভাবে বাজার বসানোর প্রতিবাদ করায়
যশদিয়া এলাকার মফিজুল দেওয়ান, মাসুম ও লালমিয়া দেওয়ানসহ আরো অজ্ঞাতনামা লোকজন নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে যশদিয়া-কবুতরখোলা বাজারে বিএনপি অফিসে এসে তার উপর হামলা চালায়। এ সময় বাজারের দোকানদাররা এগিয়ে এলে হামলাকারী হুমকি ধামকি দিয়ে চলে যায়।
তিনি আরো বলেন, হামলাকারীরা অবৈধভাবে বাজার বসিয়ে বৈধ বাজারের ব্যবসায়ীদের ক্ষতি করছে এবং সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, যশদিয়া-কবুতরখোলা বাজার কমিটির আহ্বায়ক আঃ কাইয়ুম মিয়া,যুগ্ম আহ্বায়ক অহিদ মোল্লা,কাশেম মোল্লা,তাজুল মোল্লা, সদস্য মনির হোসেন,ইয়ার হোসেনসহ প্রায় তিন-শতাধিক দোকানদার ও ব্যবসায়ীরা।