বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনকে শক্তিশালীকরণে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের গণ-মতবিনিময় সভা। বৃহষ্পতিবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শাখার আয়োজনে গণ-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বকরেন রাজিহার ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শক্তিশালীকরতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধ্যভাবে কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে আজ আমরা নতুর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ স্বৈরাচারে পতন হয়েছে। আওয়ামী লীগ দেশে থেকে পালিয়ে গেছে। আজ বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের লোকজন অশান্তি তৈরি করতে চাইবে। ছাত্র-জনতাকে সাথেনিয়ে বিএনপি প্রতিহত করতে হবে।
আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৪৬ বছর পূর্বে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাকরেছিলো। আজ আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ। গণমানুষের এইদল মানুষের ভালোবাসা নিয়ে মানুষের মাঝে থাকতে চায়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান শিকদার, শাহ মোহাম্মাদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, মো.আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনায়েত হোসেন খান মনু, সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, রাজিহার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রতন, সদস্য সচিব শ্যামল ঘটকসহ অনেকে।