বাগেরহাটের মোল্লাহাটে সুপারের দায়িত্ব ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক অব্যাহতি প্রাপ্ত সুপার মোঃ ইলিয়াস হোসেন। চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে দায়িত্ব ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গত মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন সাময়িক অব্যাহতি প্রাপ্ত সুপার মোঃ ইলিয়াস হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ইলিয়াস হোসেন জানান, ওই মাদ্রাসা সভাপতি শেখ আজিজুর রহমান (আরজু) একজন সন্ত্রাস ও খুনি। গত ২৬/১১/২০২৩ ইং তারিখে বিধি বহির্ভূতভাবে ওই সভাপতি সাময়িক বরখাস্ত করেন সুপার মোঃ ইলিয়াস হোসেনকে। এরপর থেকে তিনি সংশ্লিষ্ট দ্বারে দ্বারে ঘুরছেন দায়িত্ব ফিরে পেতে। তবুও বেআইনিভাবে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে বিএনপি জামায়াত দাবিদার কিছু লোভী ব্যাক্তি তার কাছে উৎকোচ দাবি করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এমতাবস্থায় দায়িত্ব ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাময়িক অব্যাহতি প্রাপ্ত সুপার মোঃ ইলিয়াস হোসেন।