কালীগঞ্জ ঝিনাইদহ মহাসড়কের চুটলিয়া মোড় থেকে বেহাল সড়কে ঝুঁকি নিয়ে সর্বসময় যানবাহন চলাচল করছে। প্রতিদিন ঘটছে চোঠ চোঠ বড় দূর্ঘটনা। সম্প্রতি ভারি বর্ষণের কারণে মহাসড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাতে বেশির ভাগ দূর্ঘটনা ঘটছে। অপরদিকে ঝিনাইদহ বাইপাস থেকে কালীগঞ্জ পর্যন্দ প্রায় ১৫ কিলোমিটার সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এতে আরও বেশি ভোগান্তিতে পড়েছে এ সড়কে চলাচলকারীরা।কালীগঞ্জ ঝিনাইদহ মহাসড়কের চটুলিয়া,বিষয়খালী,তেঁতুলতলা,দোকানঘর,বকুলিয়া,কেয়ারগাছি,খয়েরতলা,দুলালমুন্দিয়া,কেয়াবাগান,আমবাগান,বারোবাজার,পিরোজপুর কয়েকটি স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও উঁচু ঢিবির সৃষ্টি হয়েছে। বর্তমানে চলাচলে একবারেই অনুপযেগি হয়ে পগেছে। মহাসড়কের অনেক স্থানে ইট দিয়ে উঁচু করে রাস্তা মেরামত করছে।
মহাসড়কের মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আবার অনেক জায়গায় খনাখন্দ আর উঁচু ঢিবি।স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে না। অনেক স্থানে চালকদের সচেতনতামূলক নির্দেশনার সাইনবোর্ড লাগানো রয়েছে।বিষয়খালী বাজার থেকে তেঁতুলতলা পর্যন্ত, দুলালমুন্দিয়া থেক বারোবাজার পর্যন্ত, দোকারঘর থেকে ছালাভরা পর্যন্ত গাড়ি চলাচলের অবস্থা একবারেই নেই। কয়েক মাস ধরে এ অবস্থায় যানবাহন চলাচল করছে।বাসচালকরা বলছে সড়কের অবস্থা অত্যান্ত খারাপ হওয়ার কারণে ভালভাবে গাড়ি চালানো যাচ্ছে না যে কারণে নির্দিষ্ট সময়ে আমরা গন্তব্যে স্থানে পৌঁছাতে পারছি না। প্রায় দিন রাতে মহাসড়ের উপরে যানবাহন নষ্ট হয়ে পড়ে থাকছে। আগে বারোবাজার থেকে ঝিনাইদহ যেতে আগে সময় লাগত ৩৫ মিনিট। আর এখন এক ঘণ্টায় পৌঁছতে পারছে না।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঞা খুরশিদ আলম বলেন, ৪ মাস সড়কটি এই অবস্থা। মাঝে আবার সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। প্রতিনিয়ত এ সড়ক দিয়ে চলাচলকারীদের ভোগান্দি পোহাতে হচ্ছে।
ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রক্যেশলী হাফিজুর রহমান বলেন, ওই মহাসড়কটি ছয় লেনে উন্নীত করণের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই সড়কটির সংস্কারের কাজ ঐ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে সড়ক বিভাগের পক্ষ থেকে নতুন করে ব্যবস্থা গ্রহন করা সম্ভব হচ্ছে না।