কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এগারোটি ইউনিয়নের এলজিইডির মাধ্যমে গত বুধবার বিকালে পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচি-৩ এর একশত দশ জন নারী শ্রমিক কে চেক ও সনদপত্র বিতরণ করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, বাজিতপুর উপজেলা ইঞ্জিনিয়ার বনি আমিন ও অত্র কর্মসূচির কমিনিউটি অর্গানাইজার মোছাঃ নূরুন্নাহার। জানা যায় বাজিতপুরের গ্রামীন অবকাঠামো গত মহিলা কর্মীদের চার বছর মেয়াদী বিভিন্ন রাস্তার মেরামতের চুক্তি শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের সঞ্চয়ের জমাকৃত অর্থ বাবদ চেক ও সনদপত্র বিতরণ করা হয়।