বিশ্ব দরবারে হাফেজ আনাস নামটি এখন একটি ইতিহাস। একটি কম্পন। একটি উজ্জ্বল রক্ষত্র। তারই অসাধারণ প্রতিভা ও কৃতিত্বের বদৌলতে বিশ্বের মানচিত্রে জ্বল জ্বল করে জ্বলছে সরাইলের নামটিও। সেই কৃতিত্ব আবার শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন তেলাওয়াতের। সৌদী আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৪তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পৃথিবীর ১২৩ দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন আনাস। বিশ্ব বাসীকে তাক লাগিয়ে বাংলাদেশকে আনাস তুলে ধরেছেন সবার উপরে। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা নিজ উপজেলা সরাইলকে। কে এই বিশ্বজয়ী আনাস? সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে বেড়ে ওঠা হাফেজ মাওলানা আতিকুর রহমানের একমাত্র ছেলে আনাস। আনাসের গৌরবময় সাফল্যের খবরে আনন্দে ভাসছে সরাইল ও চুন্টার মানুষ। গত ২৮শে আগস্ট বুধবার বাংলাদেশ সময় রাত আনাসের এই গৌরবময় খবর প্রচারিত হওয়ার সাথে সাথে অভিনন্দন শুভেচ্ছা ও প্রচারে মাতোয়ারা হয়ে ওঠে সরাইলের সামাজিক যোগাযোগ মাধ্যম। হাফেজ আনাস সম্প্রতি বাংলাদেশের আরটিভিতে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন। সূত্র জানায়, পৃথিবীর ১২৩ টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এটি বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা। ৩০ পারা তৃতীয় গ্রƒপের প্রতিযোগি বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক প্রথম স্থান অর্জন করছেন। বিশ্বজয়ী আনাসের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ দুই লাখ সৌদী রিয়াল তুলে দেন মক্কার ডেপুটি গভর্ণর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। হাফেজ আনাসের পুরস্কার বাংলাদেশী টাকায় প্রায় ৪৫ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার আলেমেদ্বীন মাওলানা রহমত উল্লাহর আপন বোনের ছেলে আনাস ঢাকার যাত্রাবাড়ির শায়খ নেছার আহমাদ আন নাছেরী পরিচালিত ‘মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র মেধাবী ছাত্র। যোগ্য পিতার যোগ্য ছেলে আনাস। আনাসের পিতা হাফেজ মাওলানা আতিকুর রহমানও ঢাকার লালবাগ মাদ্রাসায় সফলতার সাথে পড়ালেখা শেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি প্রাইভেট মাদ্রাসা পরিচালনা করছেন। উনি তিন কন্যা ও এক ছেলে সন্তানের জনক। সন্তানের ঐতিহাসিক অর্জনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মাওলানা আতিকুর রহমান বলেন, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় আমার সন্তান সাফল্য দেখিয়ে বিশ্ব পরিমন্ডলে সুনাম অর্জন করেছে। এর চেয়ে বড় প্রাপ্তি কি আর কি হতে পারে? আমি নিজের পরিবারের ও আনাসের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আনন্দে উদ্বেলিত হাফেজ আনাস বলেন, এই সাফল্যের বর্ণনা করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সবচেয়ে ভালো লাগছে সাফল্য অর্জনের পরই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নামটি বারবার ঘোষণা হচ্ছে। নাম আসছে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার। সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নিজ গ্রাম লোপাড়ার নামও প্রচার হচ্ছে। এই মূহুর্তে আমার জন্মধাত্রী মাতা কাছে থাকলে খুবই ভালো লাগতো। আমার কৃতিত্বের পেছনে মাদ্রাসার শিক্ষকগণ, আমার পিতা ও মমতাময়ী মাতার অবদান সবচেয়ে বেশী। আমি তাদের সকলের জন্য দোয়া করছি। আমার জন্য দেশবাসী সকলে দোয়া করবেন।