শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই ও খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেকসহ আওয়ামী লীগের ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি কর্মী কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
দিঘলিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীরা গত ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ১১ টার সময় ফুলতলা শিকিরহাট ঘাট থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নেতা-কর্মীদের নিয়ে ট্রলারগুলো দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। তাদের হামলায় অনেক বিএনপির অনেক নেতা কর্মী গুরুতর আহত হয়। কারো কারো মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। কারো কারো হাত পা ভেঙ্গে যায়। অনেক নেতা-কর্মীরা নদীর পানিতে পড়ে হাবুডুবু খায়। আগন্তুকেরা এ সময় ডেক ভর্তি রান্না করা খাবার ডকসহ পানিতে ফেলে দেয়। থালা বাটিও পানিতে ফেলে দেয়। এ ঘটনায় ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা গ্রামের কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে গতকাল (০৪/০৯/২০২৪) দিঘলিয়া থানায় হাজীর হয়ে এ মামলাটি দায়ের করেন।