খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মাছুম বিল্লাহ মিন্টুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন এলাকাবাসী।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার মহারাজপুর বড়ব্রীজ মোড়ে মানববন্ধনের মাধ্যমে এ অভিযোগ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম,আবু সাইদ, সীমা রানি বালা। মানববন্ধনে এলাকাবাসী বলেন,গত ২৬ আগস্ট রাত ৯ টার দিকে স্হানীয় বাসিন্দা করিম মোল্যা গং ও আবদুর রহমান গং গাজীদের মধ্য জমিজমা নিয়ে মারাপিটের ঘটনা ঘটে।ওই সময় স্হানীয় জনপ্রতিনিধি হিসেবে মারপিট ঠেকাতে জান মাছুম বিল্লাহ মিন্টু। মারপিট টেকাতে যাওয়ায় খুব্দ হয়ে মাছুম বিল্লাহ মিন্টুকে আসামি করে কয়রা আদালতে বাদী হয়ে মামলা করেছন আবদুর রহমন গংয়ের আবুল কালাম গাজী। যেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।