দিঘলিয়া উপজেলার শারদীয় দূর্গাৎসবকে সামনে নিয়ে দিঘলিয়ার সেনহাটি শিব মন্দীর ও চন্দনীমহল একতা যুব সংঘ মন্দীরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সেনহাটি শিব মন্দীরের নতুন কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিপলু দাস। গতকাল সন্ধ্যা ৭ টার সময় স্থানীয় কেসিআই ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্ত, প্রধান উপদেষ্টা তারক চন্দ্র রায়সহ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন। আসন্ন দূর্গাৎসবকে সামনে রেখে এ মন্দীরের পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। দেবাশীষ (দীন বন্ধু)কে আহ্বায়ক ও অমিত ঘোষকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
অনুরূপ আর একটা কমিটি গঠন করা হয় চন্দনীমহল একতা যুব সংঘ মন্দীরের। বাবু ব্রজেন দাস (বোরো) এর সভাপতিত্বে একতা যুব সংঘের কার্য্যালয়ে সন্ধ্যা ৭টায় মন্দিরের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। জগন্নাথ দাসকে সভাপতি, আসিষ কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক এবং ভবোতোষ বর্মনকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।