নীলফামারীর সৈয়দপুরে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক দাবী করা রাফায়েতুজ্জামান রিফাতসহ ৩ জনকে ফেন্সিডিলসহ আটক করে এলাকার লোকজন। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
৪ সেপ্টেম্বর রাতে শহরের নিমবাগান এলাকায় তাদের ২টি মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ছিল ৫ বোতল ফেন্সিডিল। আটকৃতরা হলেন নিমবাগান এলাকার আসাদ (৩০), ইরফান রাব্বি (২৫) ও রাফায়তুজ্জাান রিফাত (১৯)। তার মধ্যে রাফায়েতুজ্জামান রিফাত ও ইরফান রাব্বি আপন ভাই। তারা নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবী করে আসছিল।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শান্ত, আদনান, সবুজ, রকি, মানিকসহ অন্যান্য এলাকাবাসী জানান, এরা আমাদের শিক্ষার্থীদের নাম করে অনেক অপকর্মের সাথে জড়িত। দীর্ঘদিন থেকে এরা ফেন্সিডিল, ইয়াবা, টেপেন্ডাসহ অন্যান্য মাদক ব্যবসা করে আসছে। সমন্বয়ক দাবী করা রিফাত ও রাব্বি মূলত মাদক সাপ্লায়ার। আমরা শিক্ষার্থী ও এলাকাবাসীরা এর প্রতিবাদ করলে নিজেকে সমন্বয়ক দাবী করে বিভিন্ন হুমকি মামলা মোকদ্দমার ভয় দেখাতো। সমন্বয়ক দাবী করে চাঁদাবাজিও করতো। সৈয়দপুরের অন্যান্য সমন্বয়কসহ আমরা মূল শিক্ষার্থীরা তার অপকর্মের জন্যই অনেক আগেই সতর্ক করেছিলাম। ওই রাতে ফেন্সিডিল সাপ্লাইয়ের সময় তাঁদের হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগন। আরেক প্রতক্ষ্যদর্শী জুয়েল চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে এরা মাদক ব্যবসার সাথে জড়িত। রাতে জনগণ তাদের হাতেনাতে ধরেছে এবং গণধোলাই দিয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শাকিল চৌধরী, শাহরিয়ার রিফাত, সোয়েব, সাকিবরা জানান, নিজেকে সমন্বয়ক দাবী করা রাফায়েতুজ্জামান রিফাতের অপকর্মের ব্যাপারে আমরা অনেক আগেই তাঁকে বয়কট করেছি। কোন প্রকার লেনদেন না করে বা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রমে সম্পৃক্ত না করতে সকলকে আগেই সতর্কও করা হয়েছিল। পরে সে ছাত্র সমাজ তথা শিক্ষার্থীদের কাছে পাত্তা না পেয়ে একটি সংগঠন গঠন করে নিজের ইচ্ছামত কাজ করে আসছিল। শিক্ষার্থীদের নামে অপকর্ম করায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (তদন্ত) আখতার হোসেন জানান,রাতে জনগণ ফেন্সিডিলসহ তাদের হাতে নাতে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরদিন আটক ব্যক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।