পাবনার সুজানগর পৌর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী বাসুদেব ওরফে বেগু হালদারের ১লক্ষ ৭৫হাজার ৫’শ টাকা ছিনতাই হয়েছে। বুধবার ভোর রাতে তার বাসার অদূরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী বেগু হালদার জানান, তিনি বুধবার ভোর ৪টার দিকে বাসা থেকে বের হয়ে পাট কেনার জন্য সুজানগর পৌর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসার কিছুটা অদূরে যাওয়ার একপর্যায়ে ৩/৪জন সশস্ত্র ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১লক্ষ ৭৫হাজার ৫’শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে। আশা করি ছিনতাইকারীরা শিগগিরই পুলিশের হাতে ধরা পড়বে।