নীলফামারীতে এক প্রবাসির মায়ের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পাওয়ায় ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়েছে ওই বৃদ্ধাকে। ২৫ আগস্ট এটি ঘটেছে সদরের খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারী ঢাকাইয়া পাড়ায়।
জানা যায় প্রবাসি এরশাদ হোসেনের মা আয়েশা বেগম (৬৫) এর কাছে একই এলাকার শাহিন আলমের ছেলে বিপ্লব আলম ৬ লাখ টাকা চাঁদা দাবী করে। তার দাবি পুরণ না করলে বৃদ্ধাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়। এ সময় ওই বৃদ্ধার চিৎকারে স্খানীয়রা ছুটে এসে যুবককে আটক করে পুলিশে দেয়। এদিকে বৃদ্ধা আয়েশা বেগমকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগির ছেলে আবদুল আজিজ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন,এ ঘটনায় বিপ্লবকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।