বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বীর সেনানী আবু সাঈদ সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের দেইলগাঁও আজিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলাইমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির নেতা আবদুল করিম ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম ভুলু, বিএনপি নেতা শহীদুল্লাহ, যুবদল নেতা জাকারিয়া পারভেজ, শ্রমিক দলের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নার্গিস, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।
এছাড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম ইউনুস আলী মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে ফুলবাড়িয়া ইউনুস মার্কেটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।