লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ব্যবস্থাপনা কমিটি ও গর্ভনিং বডির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বুধবার পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দিদার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, রামদয়াল আবদুল হাদী কলেজের অধ্যক্ষ যোবায়ের হোসেন হেলাল, আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. তৈয়ব আলী, বিবিরহাট রশিদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিনা আক্তার, চরসীতা তোরাব আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব মো. শিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মুর্তাজা আল আমিন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, উপজেলা জামায়াতের আমীর মাও. আবদুর রহিম প্রমূখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলি চলবে। কোন অনিয়ম যাতে না হয় সে বিষয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। কোন শিক্ষক কর্মচারী অনিয়ম করলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ ছাড়া সকল প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ও যোগদান সংক্রান্ত, রেজুলেশন স্বাক্ষর সংক্রান্ত সহ অন্যান্য বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করেন।
উপজেলার ২৭টি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ এবং প্রত্যেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও গর্ভনিং বডির দাতাসহ তিন জন সদস্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।