গোয়ালন্দে বিএনপির একাংশের (খৈয়ম) গ্রুপের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা, দৌলতদিয়া বিএনপি নেতা মোহন মন্ডলসহ বিভিন্ন নেতাকর্মীদের নামে দখল চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে খৈয়ম গ্রুপের গোয়ালন্দ উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, 'জেলা বিএনপির নেতৃত্বে থাকা বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের নামে দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী,যুগ্ন আহ্বায়ক এড.আসলাম মিয়া, সদস্য সচিব এড.কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদসহ তাদের অনুসারীরা সংবাদ সম্মেলনসহ বিভিন্ন সভা সেমিনার করছে। এর ফলে রাজবাড়ীতে বিএনপির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই'।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোন প্রকার দখল এবং চাঁদাবাজি কেও করতে পারবে না। বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজিসহ যে কোন অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে থানাপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এ্যাড. এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি রুস্তম আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।