নীলফামারী জেলা তথ্য অফিসের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এটির আয়োজন ছিল ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামে। শিশু,কিশোর,কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্প ওই উঠান বৈঠকের আয়োজন করে।
প্রকল্পের দুই অর্থবছরের প্রথম প্রান্তিকের জিওবি খাতের আওতায় জেলা তথ্য অফিস কর্তৃক এটির নজরদারী করা হয়।
ওই বৈঠকে বক্তারা সামসময়িক বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কথা বলেন। তার মধ্যে বাল্যবিবাহ, যৌতুক,মাদক,নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ,কর্মক্ষেত্রে নারীর পদচারনা,শিশুর মানসিক বিকাশ,ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদশর্ন,বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মহিলা ও সমন্বয় ফাহিমা জাহান। এ সময় তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন, হরিণচড়া ইউনিয়নের ইউপি সদস্য প্রতিমা রাণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।