রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া ও পারিলা রাস্তায় চলাচলকারী পথচারী ও এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে নিজ উ˜েদ্যাগে ব্যাক্তিগত অর্থ দিয়ে ভাঙ্গা রাস্তা সংস্কার করে অনণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য ও রুপালি খাতুন।
দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যাওয়ার একমাত্র পাকা রাস্তাটি ভেঙ্গেচুরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোয়াচ্ছিলেন রাস্তা দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী, পথচারী, ও এলাকাবাসী।
রাস্তা দিয়ে চলাচলকারী শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে একজন ইউপি সদস্য'র এমন উ˜েদ্যাগকে সাধুবাদ জানিয়ে ইউপি সদস্য রুপালী খাতুনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাস্তা দিয়ে চলাচলকারী শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসী সহ সকল পেশাজীবী জনসাধারণ।
নারিকেলবাড়ীয়া গ্রামের আনছার আলী বলেন, দীর্ঘদিন থেকে এই রাস্তাটি ভেঙ্গে চুরে যাতায়াতের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিলো। ভাঙ্গাচুরার রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতো। সাধারণ জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রুপালি মেম্বার রাস্তাটি সংস্কার করায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্রে শ্রদ্ধা জানাচ্ছি। সাধারণ জনগণের কষ্টের লাঘবে এলাকার উন্নয়নে এমন জনপ্রতিনিধিই বার বার চান এলাকাবাসী।
দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী নাজমুল হক বলেন,
কানপাড়া নিজবাড়ী থেকে আমাকে প্রতিদিন ক্লাস করার জন্য দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যেতে হয়, কলেজে যাওয়ার এই একমাত্র পাকা রাস্তাটি ভেঙ্গে চুরে বড় বড় গর্তের সৃষ্টির কারণে যানবাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। স্থানীয় ইউপি সদস্য ও রুপালি খাতুন বর্তমানে রাস্তাটির সংস্কার করায় আমার মতো এই কলেজে পড়ুয়া শিক্ষার্থী সহ রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীদের আর দুর্ভোগ পোহাতে হবে না। জয়নগর ইউপি সদস্য রুপালি খাতুন কে দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
দাউকান্দি কৃষি ব্যাংকে কর্মরত দুর্গাপুর উপজেলা সদরের সিংগা গ্রামের আরিফুল ইসলাম আরিফ বলেন, দাওকান্দি কৃষি ব্যাংকের আমি একজন কর্মচারী, চাকরি করার সুবাদে দুর্গাপুর উপজেলা সদর থেকে দাউকান্দিতে মোটরসাইকেল নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়, দীর্ঘদিন থেকে রাস্তাটি ভেঙ্গে চুরে থাকাই মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যেতে একদিকে খুবই কষ্ট অন্যদিকে যানবাহন নড়ভরে হয়ে যাওয়ায় প্রতি সপ্তাহে মেরামত করতে হয়।
আমি একজন ছোট কর্মচারী অল্প কিছু বেতন পায়, মোটরসাইকেলের তেল খরচ ও মোটরসাইকেল মেরামত করতে বেতনের অর্ধেক টাকা চলে যেতো, ইউপি সদস্য রূপালী খাতুন রাস্তাটি মেরামত করে দেওয়ায় এখন একদিকে কষ্ট লাঘব বা অন্যদিনে মোটরসাইকেল মেরামতের খরচের হাত থেকে রেহাই পেলাম।
জনগনের সেবার জন্য এমন ইউপি সদস্যই প্রতিটি এলাকায় প্রয়োজন।
এ বিষয়ে জয়নগর ইউপি সদস্য রুপালি খাতুন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কানপাড়া থেকে নগর ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে ভেঙে চুরে থাকায় রাস্তা দিয়ে চলাচল করতো পথচারী ও এলাকাবাসীদের দূর্ভোগ পোহাতে হতো।
এই রাস্তা দিয়ে যাতায়াতকারী দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও এলাকাবাসীদের কষ্ট ও দূর্ভোগ লাঘবে নারিকেল বাড়িয়া ও পারিলা এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করলাম। অত্র ওয়ার্ডের সাধারণ জনগণের কোন প্রকার কষ্ট দুঃখ ও দুর্ভোগের অংশীদার হয়ে সকল সমস্যা সমাধানে সারাজীবন এলাকাবাসীর পাশে থাকতে চাই।