মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যশোরের ঝিকরগাছা থানায় ২৮ টি মধ্যে ২৬ টি লাইসেন্সধারী আগ্নেয়অস্ত্র জমা পড়েছে। অবশিষ্ট দুইজন সরকারি কর্মকর্তা ও এক আওয়ামী লীগ নেতার আগ্নেয়অস্ত্র। রাত বারোটার পূর্বেই কি জমা পড়বে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় যশোরের ঝিকরগাছা থানা সূত্রে জানা গেছে, ঝিকরগাছা থানায় ২৮ টি বৈধ আগ্নেয় অস্ত্রের মধ্যে ২৬ আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। জমা পড়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ১০টি একনলা বন্দুক, ১০ টি শর্টগান, ৩ টি দোনালা বন্দুক এবং ৩ টি পিস্তল জমা পড়েছে। বাকি দুইটা আগ্নেয়াস্ত্র একটি সরকারি কর্মকর্তা এবং অপরটি জনৈক আওয়ামী লীগ নেতার বলে জানা গেছে। পুলিশ প্রশাসন বলছেন, আশা করা যাচ্ছে তারা রাত বারোটার পূর্বেই জমা দিয়ে দেবেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ২৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ২৬ টি জমা পড়েছে। অবশিষ্ট দুইটি অস্ত্র নির্ধারিত সময়ের পূর্বেই জমা হয়ে যাবে বলে আশা করছি।