সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ হতে একদিনের মূল বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফান্ডে জমা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ তাদের একদিনের মূল বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসের ৭ জন কর্মকর্তা, ২ জন কর্মচারী এবং ৯৬০ জন শিক্ষক-কর্মচারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একদিনের মূল বেতন ৫ লক্ষ ৭৮ হাজার ১৬০ টাকা সোনালী ব্যাংকের নির্দিষ্ট হিসাবে সোমবার জমা দিয়েছেন।