রূপসায় দোকান ঘরের ভাড়াটিয়া হয়ে ভুয়া মালিকানা দাবি করার অভিযোগ উঠেছে।
বিপাকে পড়েছে এক অসহায় বিধবা নারী।
এঘটনায় ভুক্তভোগী নারগিস আক্তার রূপসা থানায় মো. মিজান হাওলাদারের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
এর আগে পূর্ব রূপসা বাজার বনিক সমিতি বরাবরও একই বিষয় নিয়ে লিখিত অভিযোগ করা হয়।
কিন্তু এসব বিষয়ে প্রতিকারের দাবি জানিয়ে অভিযোগ করা হলেও ওই নারী এখনো পর্যন্ত কোনো ফলাফল পাইনি।
বর্তমানে এই অসহায় নারী তার স্বামীর মৃত্যুর পর মানবতার জীবন যাপন করে আসছেন।
এমনকি প্রতিপক্ষ দোকানঘর ভাড়াটিয়া তার ভাড়ার টাকা পরিশোধ না করে উল্টো দখল করে মালিকানা দাবি করছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামের নারগিস আক্তারের স্বামী মৃত আবদুল হান্নান মোল্লার নিকট হতে একই গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে প্রতিপক্ষ মিজান হাওলাদার পূর্ব রূপসা কাঁচা বাজারস্থ ১১ ফুট বাই ৮ ফুটের দোকান ঘরটি তিনি জীবিত থাকাকালীন অসুস্থ থাকার কারণে ২০২৩ সালের ১ জানুয়ারি হতে আগামী ২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ বছরে তিন লাখ টাকা ভাড়ায় চুক্তিপত্র অনুযায়ী প্রতি মাসে ৫ হাজার টাকা মিজান হাওলাদার পরিশোধ করে ওই দোকান ঘরটি গ্রহন করে।
বর্তমানে ওই নারী মিজানের নিকট ভাড়ার টাকা চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করে। এমনকি ভাড়া বাবদ সম্পূর্ণ টাকা না দিয়ে দুইবারে মাত্র ১ হাজার টাকা প্রদান করে। এমনকি ভাড়াটিয়া মিজান হটাৎ করে জানান দেয় হান্নান মোল্লা জীবিত থাকাকালীন দোকান ঘরটি তার কাছে বিক্রি করে গেছে।
কিন্তু ভুক্তভোগী ওই নারীর জানামতে তার স্বামী মিজানের নিকট দোকান ঘরটি শুধু ভাড়ায় প্রদান করেছিল।
তিনি বিক্রি করেনি বলে দাবি করেছেন।
ওই দোকানে বর্তমানে মুরগির ব্যবসা চালিয়ে যাচ্ছে মিজান।
বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
দোকান ঘরের ভাড়াটিয়া মিজান হাওলাদার বলেন, আমি এই ঘর ৪ লাখ টাকায় কিনে নিয়েছি।
মৃত্যুর ৭ মাস আগে হান্নান ডাক্তার আমাকে কাগজে লিখিত দিয়ে গেছে। বর্তমানে এ ঘরের মালিক আমি।
সে আরও বলে বাজার বনিক সমিতি নোটিশ করলে আমিও কাগজপত্র জমা দিয়েছিলাম। পরে দেশে গ্যাঞ্জাম শুরু হয়ে গেলো। তারপরে আর বিচার শালিস হয়নি।
পূর্ব রূপসা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ করিম বলেন, হান্নান সাহেবের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছিলো।
তারপর আমরা যাচাই-বাছাই করার জন্য উভয়কে নোটিশ করা হলে এক পক্ষের কাগজপত্র পেয়েছিলাম। আর এক পক্ষের পাইনি।
পরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সকলে ব্যস্ত থাকার কারণে এ বিষয়টি নিয়ে আমরা আর এগোতে পারিনি।