শেরপুরের নকলায় বিএনপি’র দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার জালালপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে জালালপুর এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা নালিতাবাড়ী নির্বাচনী এলাকার বিএনপির টিকিটে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলালসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
পরে দেশনেত্রী খালেদা জিয়াসহ সকল শহিদদের বিদেহি আত্মার মাগফেরাতসহ শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।