পীরগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা জামাত কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য, সাবেক উপজেলা আমীর আবদুল মোত্তালিব হোসেন, উপজেলা জামাতের আমীর মোস্তাক আহমেদ, উপজেলা জামাতের নায়েবে আমীর ও তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা সেক্রেটারী মোস্তাফিজার রহমান, জেলা জামাতের ওলামা বিভাগের সেক্রেটারী শফিকুল ইসলাম মিলন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফাকরুল ইসলাম রাকু, উপজেলা সুরা সদস্য রমজান শেখ, উপজেলা দপ্তর সম্পাদক ডাঃ জাকির হোসেন, পীরগাছা সদর ইউনিয়ন জামাতের আমীর আবদুর জব্বার সহ অনেকে।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, দীর্ঘ ১৬ বছর অনেক শাসন-শোষন আর নিপীড়নের শিকার জামায়াতে ইসলামি ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এ দলটি বিলীন হয়নি। আমরা সব প্রতিকুলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আইন ও নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। কেউ পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করলে এবং কোন জন সাধারণকে হয়রানি, জুলুম নির্যাতন করলে আমরা তার কঠিন জবাব দেব। পীরগাছায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা তৈরির জন্য আমরা বদ্ধ পরিকর। সুন্দর ও আগামীর পীরগাছা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জামাত নেতৃবৃন্দ। এ সময় পীরগাছা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।