নাটোরের সিংড়ায় সাবেক ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার রাতে দুটি মামলায় পলককে প্রধান আসামি করা হয়েছে। উপজেলার হরিণী গ্রামের বিএনপি কর্মী শিমুল প্রামাণিক বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান জাকির হোসেন সহ ২৭ জন আ.লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এই মামলার বাদী শিমুল প্রামাণিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকার অপরাধে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাদোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে তার উপর হামলা চালিয়ে বেধরক মারধর করা হয়। অপর মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জন রয়েছে। খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, হামলা ও মারধরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কে প্রধান আসামি করা হয়েছে।