নীলফামারী সৈয়দপুরে সাগর-রুনিসহ অন্যান্য সাংবাদিক হত্যাট বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ও পেশাজীবী মানুষ। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর শহীদ ডাঃ জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে সৈয়দপুর প্রেসক্লাবের সদস্যসহ সকল সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ। বক্তারা দ্রুততম সময়ে সাগর-রুনি হত্যাকান্ডের চার্চশীট দিয়ে বিচার তরান্বিত করার আহ্বান জানান। সেই সাথে সকল সাংবাদিক হত্যাকান্ডের ও নির্যাতনের বিচার দাবি করেন। এতে রাষ্ট্রের দুষ্কৃতিকারী রাঘব বোয়ালদের মুখোশ উম্মোচন পূর্বক তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতি অনুরোধ জানান।