নীলফামারীর সৈয়দপুরে ১৪ বছর ধরে ২ সন্তানের জননী বিধবা শাহীন আলমকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ২ সেপ্টেম্বর নয়াবাজার বাণিচাঁদ সড়কে হোমিও কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই বিধবা অসহায় নারীকে পরিবারের সকলে মিলে বেধড়ক মারধর, পড়নের কাপড় ছিরে ফেলা, মাথার চুল ছিড়ে ফেলা এবং তার শরীর থেতলে দেয়া হয়। ফলে ওই গৃহবধু গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় নাবালক দুই ছেলেকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় তিনি জানান,১৮ বছর পুর্বে ব্যবসায়ী পারভেজ আলমের সাথে আমার বিয়ে হয়। তিনিই ছিলেন তাঁর পরিবারের মূল উপার্জনক্ষম ব্যক্তি। তার তত্বাবধানে পরিবার পরিচালিত হত এবং তিনিই ছিলেন সকল ব্যবসার কর্নধার। মুলতঃ ব্যবসা ও পারিবারিক সম্পত্তির সবই আমার স্বামীর নিজস্ব। কিন্তু গত ২০১০ সালে আমার স্বামী আকস্মিক মৃত্যুবরণ করেন।
তাঁর মুত্যুর পরেই পরিবারের লোকজন তথা শ্বশুর খোরশেদ আলম, ভাসুর জমসেদ আলম, তার ছেলে নুর আলম, মেয়ে এ্যাড.ফাতেমা আক্তার বুবলী (স্বামী পরিত্যক্তা), কায়কেসা জামসেদ, তার স্বামী শাহনেওয়াজ সাজু আর ভাসুরের বড় মেয়ের স্বামী বদরুদ্দোজা আমার স্বামীর সম্পত্তি কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা আমাকে ও আমার ছোট ছোট ২ বাচ্চাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অপচেষ্টা চালায়। এতে প্রতিবাদ করলে তারা আমার উপর অমানবিক নির্যাতন শুরু করে। এ বিষয়টি জানাজানি হলে তারা গণমাধ্যমকর্মীসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবেনা বলে কথা দেয় এবং যার যার অবস্থানে স্থিতিশীল থাকার ঘোষণা দেয়। কিন্তু তারপর তারা আমার স্বামীর নিজস্ব কোম্পানীগুলোসহ অন্যান্য স্থানের সহায় সম্পত্তি দখল করে তা ভোগ করতে থাকে। এ ক্ষেত্রে ভাসুরের মেয়ে জামাতা শাহনেওয়াজ খান সাজু সবকিছু কুক্ষিগত করে নেয়। দীর্ঘদিন থেকে তারা ওইসব কোম্পানীর উৎপাদিত আয় নিজেরা লুটপাট করে খাচ্ছে। এমনকি সর্বশেষ তারা কোম্পানীগুলো আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটিয়ে নষ্ট করে দিয়েছে। এখন আবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে পুরো বাড়ি দখল ও অন্যান্য সম্পত্তি থেকে আমারসহ সন্তানদের অধিকার বঞ্চিত করার অপচেষ্টায় মেতেছে। গত সোমবার সকালে আমার গাড়ি রাখার গ্যারেজ দখল করে গাড়িটি বাড়ির বাহিরে রাস্তায় ফেলে রাখে। সকালে উঠে এটা দেখে প্রতিবাদ করলে উল্লিখিত সকলে মিলে আমার উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। আমার ছেলেরা এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে। তাদের আক্রমনে আমার পড়নের কাপড় ছিড়ে অশ্লীলতা ঘটিয়েছে এবং আমার গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় শহনেওয়াজ সাজু আমার চুলের মুঠি ধরে নির্যাতন করার সময় একমুঠো চুল ছিড়ে নেয়। এতে বাধা দেয়ার চেস্টা করলে তারা আমাকে মাঠিতে ফেলে লাথি মারতে থাকে। পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। কিন্তু তারপরও আমারা বাড়িতে ঢুকতে পারিনি। কারণ তারা এ ক্ষেত্রে গায়ের জোরে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আমরা আহতাবস্থায় থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দেই। এ ব্যাপারে শাহনেওয়াজ খান সাজু বলেন, পারিবারিক বিষয় পারিবারে সমাধান করতে হবে। কিন্তু ওই মহিলা অন্যের দারস্থ হন এবং মিথ্যে অভিযোগ তুলে ফায়দা হাসিলের চেষ্টা করেন। আমি তার গায়ে হাত তুলিনি এবং মাথার চুলও ছেড়া হয়নি। এটি সম্পুর্ন মিথ্যা। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।