পিরোজপুরের নাজিরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তারাবুনিয়া মরা বলেশ্বর নদীর আবাসন সংলগ্ন স্থান থেকে তা উদ্ধার করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ওই দিন দুপুরে স্থানীয়রা মৃতের মরদেহের দুর্গদ্ধের কারণ খুঁজতে গিয়ে ওই আবাসনের হিরন মন্ডলের ঘরের পিছনের নদীতে ভাসমান অবস্থায় গলিত ওই নারীর লাশ দেখতে পান। পরে থানা পুলিশের খবর দিলে পুলিশ তার লাশটি উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে ১৫-২০ দিন আগের মৃত ওই নারীর লাশটি নদীতে ভেসে সেখানে এসেছে। তার বয়স ৩৫ হতে পারে। তার পরনে সবুজ রংয়ের সেলোয়ার ও গোলাপি রংয়ের ফুল হাতা গেঞ্জি রয়েছে। লাশটি গলিত হওয়ায় তা দেখার সুযোগ হয় নি। তবে মুয়না তদন্তের পর মৃতের কারণ জানা যাবে।