ভোলার দৌলতখানের ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দৌলতখান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এমানববন্ধন করা হয়। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) -এর উদ্যাগে ও এ্যাকোম্পানি ফর ডেভেলপমেন্ট (এডি), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দৌলতখান শাখার সহযোগিতায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে স্কুল- কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি ও নানা পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে ভোলার গ্যাস ফিল্ড থেকে দৌলতখানের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া ও ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবি জানানো হয়। পরে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সুজন'র দৌলতখান শাখার সভাপতি খায়রুল ইসলাম আযম, সম্পাদক রিয়াজ মাহমুদসহ একোম্পেনি ফর ডেবলপমেন্ট ( এডি) ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।