ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের দুই ধারে তাল গাছের বিচি লাগাচ্ছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলার ১১ টি ইউনিয়নের রাস্তার দু,ধারে পর্যায়ে তালের বিচি লাগানো হচ্ছে।গত ২৮ আগস্ট অনুষ্ঠানিক ভাবে তাল বিচ লাগানোর এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ই্সরাক জাহান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা ও বৃক্ষ প্রেমিক কাজী এমদাদ হোসেনসহ অন্যরা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,সম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুঁকি অনেক বেড়েছে। কালীগঞ্জে বজ্রপাতে প্রানহানির ঘটনা ঘটছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে উপজেলার ১১ টি ইউনিয়নে বিভিন্ন সড়কের দু,পাশে তালের বিচি রোপন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১ হাজার করে তালের বিচি রোপন করা হচ্ছে। এ কাজের সার্বিক দেখাশুনা করছেন কাজী এমদাদ হোসেন তিনি এর আগে ব্যাক্তিগত উদ্যোগে এলাকায় অন্তত ৩০ হাজারের বেশি বনজ ও ফলদ গাছ এবং ২৫ হাজার তালের আঁটি রোপণ করেছেন। এ ব্যাপরে কাজী এমদাদ বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে ও মনের তৃপ্তি মেটে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তাই আমি মানুষকে এত ভালোবাসি। মানুষের শত আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়। কেউ কষ্টে থাকলে আমি সহ্য করতে পারি না।
উপজেলা নির্বাহি আফিসার বলেন, একটা তালগাছ থেকে আরেকটা বীজ পাওয়া সম্ভব তাই তিনি ১১ ট ইউনিয়নের জন্য বীজ সংগ্রহ করে তা লাগিয়ে দিতে শুরু করেছেন। ইতোমধ্যে বারোবাজার,কোলা,জামাল,নিয়ামতপুর এই ৪ টি ইউনিয়নে তালের বিচি রোপন সম্পন্ন করেছেন। এভারে কালীগঞ্জের প্রতিটি ইউনিয়নে তালের বিচি রোপন করা হবে।এদিকে কালীগঞ্জ উপজেলার বৃক্ষ প্রেমিক কোলা ইউনিয়নের দৌলতপুরের কাজী আবদুল ওয়াহেদের ছেলে কাজী এমদাদুল হক চিন্তা করেন গরমে গাছের তলায় বসে মানুষ গল্প করবে, তাল পাকলে নিয়ে যাবে, বজ্রপাতের সময় ক্ষেত থেকে উঠে এসব গাছের নিচেই নিরাপত্তা আশ্রয় নিবেন কৃষকরা। এসব কথা চিন্তা করে উপজেলা নির্বহিী অফিসারের সাথে কথা বলে তালের বিচি রোপনের চিন্তা করেন। ফলে সেটা তিনি বাস্তবায়ন করেন। সার্বিক আর্থিক সহযোগিতা করছেন উপজেলা প্রশাসন আর কাজী এমদাদ রোপনের সার্বিক দেখভাল করছেন।
কোথাও তালবীজের খোঁজ পেলে এমদাদ ছুটে যাচ্ছেন সেখানে। আবার বিনা পয়সায় কেউ বীজ দিলে খুশিমনে তা নেন। বর্ষা মৌসুমে বাড়ি বাড়ি ঘুরে এমনকি আবর্জনার স্তুপ থেকেও তালবীজ সংগ্রহ করেন। লেখাপড়া শেষ করে কাজী এমদাদ হোসেন খুলনায় একটি ওষুধ কোম্পানীতে চাকরী করতেন। ওই চাকরী তার ভাল লাগেনি। চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন বাড়িতে। গ্রামের দরিদ্র অসহায় মানুষের বিপদ আপদে তাদের পাশে গিয়ে সাহায্যে হাত বাড়িয়ে দেন তিনি। নিরক্ষর দরিদ্র মানুষের সাহায্যে করতে গিয়ে এমদাদের মনে হয়েছে অক্ষরজ্ঞানহীন এসব দরিদ্র মানুষদের শিক্ষা সচেতন করা বেশি প্রয়োজন। তিনি পরিবেশ সুরক্ষা,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি,মাদকবিরোধী র্যালি,বৃক্ষরোপণ,চাষে কৃষকদেরকে পরামর্শ প্রদান,বাল্যবিবাহ রোধসহ সমাজ সচেতনতামূলক বিভিন্ন ধরনের কাজে প্রায় ২ যুগ আগে থেকে এমদাদ নেতৃত্ব প্রদান করে আসছেন। এই সুনাম এখনও গ্রামের মানুষের মুখে মুখে। তেমনটাই তার বাবার মতই স্বভাব পেয়েছেন এমদাদ।