আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব বিস্তারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন নগরীর নিউ সার্কুলার রোড এলাকার মৃত জুলমত আলীর ওয়ারিশ কামরুল ইসলাম হিরন, হারুন আকবর ও নেহার বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল ইসলাম হিরন বলেন, তারা দীর্ঘদিন থেকে নগরীর নিউ সার্কুলার রোডের মুহুরী বাড়ি এলাকার নিজেদের মালিকানাধীণ ১৩৯ শতক জমিতে বসবাস করে আসছেন। এই জমিতে তাদের পূর্ব পুরুষদের কবরস্থানসহ একাধিক বসতঘর ও পুকুর রয়েছে। তিনি আরও বলেন, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বাবা বজলুর রহমান সন্যামত ছিলেন বরিশাল কালেক্টরেট অফিসের কেরানী। সে সুবাধে জুলমত আলীর মৃত্যুর পর তার নামে থাকা ওই জমি জালিয়াতির মাধ্যমে জাল ডিগ্রি তৈরি করে দখল করার চেষ্টায় লিপ্ত হয় নানকের বাবা।
সূত্রমতে, ওইসময় জুলমত আলী খানের ওয়ারিশ ছিল-একমাত্র স্ত্রী, নাবালক দুই ছেলে ও এক মেয়ে। জমি দখল নেয়ার চেষ্টা করতে করতে নানকের বাবা পরলোকগমন করেন। তার মৃত্যুর পর ওই জমি দখল করতে মরিয়া হয়ে ওঠেন জাহাঙ্গীর কবির নানক ও তার ভাই নাসির আহমেদ লিটু। জমি নিয়ে দুই পক্ষের একাধিক মামলা দায়ের হলেও নানকের ক্ষমতার প্রভাবে তারা (হিরন) আইনি মারপ্যাচ কেটে উঠতে পারিনি।
সংবাদ সম্মেলনে হিরণ আরও বলেন, জাহাঙ্গীর কবির নানক ক্ষমতার প্রভাব বিস্তার করে পুলিশকে বাদী বানিয়ে ডাকাতি ও অস্ত্র মামলায় পরিকল্পিতভাবে আমাদের আসামি করেছিল। হয়রানীর একপর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের প্রভাবের কাছে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ওই ঘটনার প্রতিকার দাবি করছি।