জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল হক চৌধুরী মিল্টনকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি।
মঙ্গলবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেলের প্রেরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি দলের একটি গুরুত্বপূর্ণ পদে থাকা সত্বেও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ সংক্রান্তে আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। যাহা সাংগঠনিক শাস্তি যোগ্য। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, অতীতে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সদ্য সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের ছত্রছায়ায় থেকে আসাদুল হক মিল্টনের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের মারধরসহ বিভিন্নভাবে নাজেহালের অভিযোগ রয়েছে।