গাইবান্ধার সাঘাটা উপজেলার সদর সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট ও তার ভাই সুজার বিরুদ্ধে নদীপারের জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলন, দখল, চাঁদাবাজী ও এলাকায় গুন্ডা বাহিনী নিয়ে দাপিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করায় তার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। সাংবাদিক সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ইউপি সদস্য মাহাবুবুর রহমান সহ এলাকার লেকজন উপস্থিত ছিলেন। এলাকার লোকজন অভিযোগ করেন, সুইট চেয়ারম্যান বাহিনীর দির্ঘদিনের নির্যাতন, অপমান ও ক্ষোভে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্র-জনতার অভ্যুথানের পর তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান সুইট ও তার ভাই সুজা গুন্ডাবাহিনী নিয়ে মটরসাইকেল শো-ডাউন করে এলাকার লোকজনকে শাসিয়ে বেড়াচ্ছে। অতি সম্প্রতি উপজেলার ভরতখালী বাজারে প্রতিপক্ষের লোকজনের দোকানপাট, ব্যবসা কেন্দ্রে হামলা চালানোরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ সময় বাঁধা দিলে চেয়ারম্যান বাহিনীর মারপিটে ভরতখালী এলাকায় ৩জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে মন্টু মিয়া (৫৫) নামের একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।