লক্ষ্মীপুরের রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবং আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ী ঢলে দেশের পূর্বাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপণ্ড২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকের মাঝে রোপা আমন ধানের উফশী জাতের এই বীজ, সার ও নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু, উপজেলা জামায়াতের আমীর মাও. আবদুর রহিম প্রমূখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার ৭শ’ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়েছে। বিকাশের মাধ্যমে প্রত্যেক কৃষককে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক বলেন, আকস্মিক বন্যায় উপজেলার ৬ হাজার হেক্টর রোপা আমন এবং ৯শ’ হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বন্যার এই ক্ষতি পুষিয়ে নিতে উপজেলার এক হাজার ৭শ’ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।