নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট নিয়ে ব্যবসায়ি ও প্লাজা কর্তৃপক্ষের মধ্যে চলছে পাল্টা পাল্টি মামলা। একে অপরকে দোষারোপ করে করছেন মানববন্ধন এবং সংবাদ সম্মেলন। ৩ সেপ্টেম্বর রাতে প্লাজা কর্তৃপক্ষ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্লাজার সিনিয়র ম্যানেজার নুর ই এলাহী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর প্লাজা ও এস আর প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদ, হিসাব শাখার ম্যানেজার মোঃ মজিবুর রহমান,সহকারী ম্যানেজার মোঃ মারুফ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয় ওই প্লাজার একমাত্র মালিক আলহাজ্ব সামসুল হক ভুঁইয়া। তিনি অত্যন্ত সুনামের সাথে প্লাজা মার্কেট পরিচালনা করে আসছেন। হঠাৎ করে প্লাজার ব্যবসায়ি সমিতি বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে যায়। তাদের দাবিসমুহের মধ্যে অনেকগুলো কার্যকর করা হয়েছে। বাদবাকি দাবিগুলোর কার্যক্রম চলমান রয়েছে। বলা হয় ব্যবসায়িরা তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে কোন প্রকার আলোচনায় না বসে অনিয়মতান্ত্রিক কাজ করছেন। মামলা,মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করে প্লাজার সুনাম নষ্ট করছেন। প্লাজা মালিক পক্ষের সুনাম ক্ষুন করছেন। তাদের মধ্যে কয়েকজন মারমুখি হয়ে প্রতিষ্ঠানের অফিস কক্ষে এসে ভাংচুর,প্রয়োজনীয় কাগজপত্র তছনছ,কর্মকর্তা কর্মচারিদের অফিস থেকে বের করে দিয়ে তা দখলে নেয়া এবং প্রাননাশের হুমকী দেয়া।। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আদালতে মামলা দেয়া হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে প্লাজার চতুর্থ তলায় কয়েকটি দোকানের মালিকানা ক্রয় বিক্রয় নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়েও আদালতে প্রাজার স্বত্বাধিকারী আলহাজ্ব সামসুল হক ভুঁইয়া এবং প্রকল্প পরিচালককে বিবাদী করে মামলা করা হয়। ওই মামলার বিপরীতে প্লাজা কতৃপক্ষ তাদের নামেও একটি মামলা দায়ের করে। উভয় মামলা আদালতে বিচারাধীন। আদালতে চলমান মামলা নিস্পত্তি না হতেই কেন আবার আন্দোলন।