ময়মনসিংহের মুক্তাগাছায় জেসি ফ্রেন্ডলি গ্রিন স্কুল উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কান্দিগাও নজরুল ইসলাম উচ্চবিদ্যালয় মিলনায়তনে ফ্রেন্ডলি গ্রিন অনুষ্ঠান উদযাপন করা হয়। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই প্রধান শিক্ষক ও জেসি বান্ধব গ্রীণ স্কুলের সভাপতি মলয় কুমার চন্দ্র। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন দাতা সদস্য মোঃ ইসাহাক আলী, সহকারী শিক্ষক নার্গিস সুলতানা, নুরুন্নাহার তালুকদার, সুমন চন্দ্র দে, আরিফুর রহমান, ওয়ার্ল্ডভিশন এপি মুক্তাগাছার প্রোগ্রাম অফিসার মোঃ রাশেদুল আলম, সাংবাদিক ফেরদৌস তাজ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জেসি বান্ধব গ্রীণ স্কুলের কার্যক্রম এ বছরের জানুয়ারিতে শুরু হয়। এ কার্যক্রমে শিশুদেরকে সবুজ আঙিনা তৈরীতে মানসিকভাবে অনুশীলন প্রতিষ্ঠা করেছে। স্কুলে ১৫ সদস্যের মাধ্যমে ৪৮ দিনের কৃষক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ কাজের মাধ্যমে শিশুরা বাড়ীতেও বাগান তৈরীতেও উৎসাহিত হয়েছে এবং এ উদযাপনের মধ্য দিয়ে জেসি বান্ধব গ্রীণ স্কুলের কার্যক্রমের সমাপ্তি হয়। এর আগে অতিথি ও শিক্ষার্থীরা সবুজ বাগান পরিদর্শন করেন ও প্রধান শিক্ষকের হাতে উৎপাদিত সবজি উপহার দেন।