দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। বিগত দিনে যারা আওয়ামী রাজনীতির সাথে উঠা বসা করেছে, বিএনপির দলীয় কর্মসূচি যারা শেখ হাসিনার শাসনামলে এড়িয়ে চলেছে তাদের নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এমনি অভিযোগ স্থানীয় নেতা-কর্মীদের। কেউ কেউ বিএনপির ঊর্ধ্বতন নেতাদের বার বার ঘোষণা দেওয়ার পরও স্থানীয় নেতারা সে সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দলে টেনে আনছেন নেতারা। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এ অভিযোগ এনে সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় নেতৃবৃন্দ তাদের লিখিত অভিযোগে শেখ জাকির হোসেন ও নুরুজ্জামানের নাম উল্লেখ করে জানিয়েছেন এ দুইজন ২০১৮ সালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের দলে যোগদান করে। আওয়ামী লীগের পতনের পরপরই তারা নিজেদের বিএনপির দলে জায়গা দেওয়া হয়েছে। এমনি অভিযোগ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে। পূর্বে যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে যারা দৌঁড়ঝাপ করেছে। হাসিনা সরকারের পতনের পরপরই তারা বিএনপির নেতা পরিচয়ে পরিচিত হতে নানা কর্মকাণ্ডে লিপ্ত হতে শুরু করেছে এমনি অভিযোগ স্থানীয় নেতা-কর্মীদের।