গত ৫ আগস্ট সরকার পতনের পর নগরীর একাধিক ভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় বরিশাল সিটি করপোরেশন ভবনে। লুটপাট করে সিটি করপোরশেনের অ্যানেক্স ভবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রায় একমাস পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব প্রস্তুত করতে পারেনি স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি।
করপোরেশনের কর্মকর্তারা বলছেন, গত ৫ আগস্ট বিকেলে বিসিসি’র অ্যানেক্স ভবনের প্রতি তলায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে পুড়ে যায় শিশুদের ভ্যাকসিনের টিকা, জন্মনিবন্ধনের গুরুত্বপূর্ণ নথি ও মশক নিধনের প্রয়োজনীয় সরঞ্জামাদি। পাঁচতলার অ্যানেক্স ভবনে শিশুদের জন্য ১০ হাজার ইপিআই টিকা, আইসবক্স, ফ্রীজ ও এক লাখ ভাওয়েল ওষুধ মজুদ ছিল। অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় শিশুর জন্মের পর টিকা ও ভিটামিন খাওয়ানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আগুনে ১২টি ফগার মেশিন ও মশক নিধন ওষুধ নষ্ট হয়েছে। লুট করা হয়েছে স্টোরে থাকা পরিচ্ছন্নতা কার্যক্রমের সকল মালামাল। এছাড়াও আটটি কোল্ড বক্স, ২৫০টি ক্যারিয়ার ও প্রচুর লজিস্টিক মালামাল লুট করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, অ্যানেক্স ভবনে অগ্নিসংযোগ করায় তা পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে। এতে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। ভবনের কম্পিউটার, চেয়ার, টেবিল থেকে শুরু করে মশক নিধনের ফগার মেশিন পর্যন্ত লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এ ঘটনার প্রায় একমাস পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির হিসেব প্রস্তুত করতে পারেনি বিসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, ক্ষয়ক্ষতির হিসেব নিরুপনের কাজ চলছে। অতিদ্রুত তা প্রস্তুত করা হবে।