উপজেলার যাত্রাপুর প্রেমতলা এলাকায় একটি ব্যাক কারখানা থেকে ইসমাইল (১৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এই এই ঘটনা ঘটে।এ ব্যাপারে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, মনির মিয়ার বিল্ডিং ব্যাক কারখানার একটি রুমে ফ্যানের রডের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করেছে। নিহত ইসমাইল যাত্রাপুর প্রেমতলায় কামাল মিয়ার ব্যাক ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের কালো মিয়ার তৃতীয় ছেলে। তবে নিহতের পরিবারের দাবি ইসমাইলকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধকারীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবির জানান, এই ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। এটা হত্যা নাকি আত্মহত্যা সে রহস্য উদঘাটনে করতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।