মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি সাবেক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন্নাহারকে সোমবার দায়িত্ব গ্রহন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগামীদিনে উপজেলার শিক্ষা উন্নয় সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয় ,এছাড়া নুতন যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা নিয়ে পরিকল্পনার আংশিক চিত্র তুলে ধরেন এবং সকলের সাথে পরিচিত হন। এ সময় রাজদিয়া অভয় পাইলট স্কুল এ- কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ,সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,নেছারাবাদ নূািড়য়া দাখিল মাদ্রাসা অধ্যক্ষ হাসান তালুকদার,খারশুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র ঘোষ,কুসুমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান,ভবানীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিন,রশুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন,ছাতিয়ানতলী উচ্চবিদ্যালয়ের সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: খোকন মিয়া সহ প্রায় সকল প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।