লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন ও তার দুই দোসরের বিরুদ্ধে অভিযোগের শুনানি সভা হয়েছে। সোমবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন সভাপতিত্ব করেন। এতে ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী অংশ নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় সুনানি কার্যক্রম শুরু হয়। শুনানিতে ভুক্তভোগীরা তাদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন ও তার দুই দোসর এসএম মিজানুর রহমান (মেডিকেল টেকনোলজিস্ট-ইপিআই) ও প্রধান হিসাবরক্ষক সিরাজুল ইসলামের নানা অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যবিরোধী আচরণের বিষয় তুলে ধরেন। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী শুনানি সভায় সুশীল সমাজের প্রতিনিধি অরুণ মাঝি, মনিরুজ্জামান বাবু, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অভীক পাল, মারুফ শিকদার, হৃদয় হোসেন বক্তব্য রাখেন। শুনানি শেষে ইউএনও মো.জাকির হোসেন এসএম মিজানুর রহমান ও সিরাজুল ইসলামকে দ্রুততম সময়ের মধ্যে অন্যত্র বদলির ঘোষণা দেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাজমুস সালেহীনের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ম অনুযায়ী সিভিল সার্জনের কাছে পাঠাবেন বলে জানান। এরপর সিভিল সার্জন অফিস তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেবেন।
গত শনিবার লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম, অব্যবস্থাপনাসহ স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন ও তার দুই দোসর এসএম মিজানুর রহমান ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের সাথে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আসে। তাঁরা গত শনিবার ও রোববার দুদিন অভিযোগের তদন্তে স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু দুদিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন অনুপস্থিত ছিলেন। আর মিজানুর রহমান পালিয়ে যান। পরে ইউএনও মো. জাকির হোসেনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যোগাযোগ করেন। ইউএনও মো. জাকির হোসেন ভুক্তভোগী ও অভিযোগ আনা ব্যক্তিদের কথা শোনার জন্য শুনানি সভার আয়োজন করেন। আজ সোমবারের শুনানিতে ডা. নাজমুস সালেহীন ও প্রধান হিসাবরক্ষক সিরাজুল ইসলাম উপস্থিত থাকলেও ইপিআই মিজানুর রহমান অনুপস্থিত ছিলেন।